জাত বেজাত উঁচু আর নীচু
সেতো মানুষের তৈরী ক্ষত
প্রভুর সৃষ্টিতো সবই সমান
পড়ে দেখ প্রভুর গ্রন্থ যত!


দুনিয়ার  কিছু হারামজাদা
নিজ স্বার্থে সে জানোয়ার
মানুষকে করে যায় শোষণ
যা চাননি পরওয়ারদেগার।


এই ধরাটি প্রভুর অপার দান
সৃষ্টি করেছেন মানুষের জন্য
প্রভুর সত্যকে অস্বীকার করে
কেড়ে নিচ্ছে মানুষের অন্ন!


যুগে যুগে আর দেশে দেশে
এই সব জানোয়ারের দল
নানা বিভাজন তৈরী করে
মানবতা করেছে পদতল।


প্রভুর বিধান ভূলুণ্ঠিত করে
গেয়ে যাচ্ছে শুধু নিজ গান
মানুষের শত্রু মানুষ আজি
পশুর সাথে নাই ব্যবধান।