মেঘ বিকেলের-চ্ছায়,
আকাশ নীলের প্রান্ত ছোঁয়া সবুজ সীমানায়
অপূর্ব সেই হাতছানিতে মেঘরা উড়ে যায়!
বিদায় নিতে সূর্য নামে পাটে,
নোঙর তুলে রাতের পানে অলস পায়ে হাঁটে,
বিশ্বলোকের আদর পেয়ে নক্ষত্র ঘুমায়!


সকাল দুপুর সাঁঝে,
টিক টিক টিক নীরব স্বরে অষ্টপ্রহর বাজে
রক্তরাঙা গোধূলীটা সপ্ত রঙয়ে সাজে,
চাঁদটি ছিলো দিনের পেটে ঘুমে,
অস্তরাগের আলোর দীপন আকাশ যখন চুমে,
কালো শরীর রাত্রি নামে আঁধার সাগর মাঝে!