ইদানিং আমার মধ্যবিত্ত মেজাজ
শোষণের যাঁতাকলে পিষ্ট হয়ে এখন আত্মার মিছিলে,
কিন্তু তোপের মুখে পড়ার আগেই
ক্ষুধার্ত পেটে আজাবের বিরুদ্ধে শ্লোগান দিতে গিয়ে
নিজেই উৎপাদন করে জমাট ক্ষোভ।
তবে মিছিলটি গতিপথ লক্ষ করে
প্রত্যাঘাতের অগ্নি উচ্চারণ করে এগিয়ে যায় সামনে!
আমি পরাজিত খ্যাতির বুদ্বুদ ছড়িয়ে
মুর্খ করাত দিয়ে কাটতে থাকি কবিতার শরীর!
কবিতার সমৃদ্ধ অনুমান আমাকে
নীহারিকার গতিপথে ছেড়ে দিয়ে বলে-
তোমাকে দিয়ে বিপ্লব হবেনা, কারণ
তুমি বিপ্লবী নও, তুমি দণ্ডিত মুখ;
নিষ্পেষণে তোমার ক্ষুব্ধ প্রতিশোধগুলো
আজও ভুলতে পারেনি মুত্যু যন্ত্রণা!
তুমি মৃত্যুর জন্য প্রস্তুত নও,
তাই আমরা তোমাকে হত্যা করলাম!