সূর্যের পদধ্বনিতে ঘুম ভাঙে ভোরের ধ্যানমগ্ন প্রকৃতির,
আকাশের সুস্পষ্ট প্রশ্রয় পেয়ে,
গুঁড়ো গুঁড়ো মেঘ, অনাদি কক্ষপথ ধরে উড়ে যায়
বিশৃঙ্খলার বাইরের কোন এক অজানা সীমানায়!
পৃথিবীর ঘূর্ণায়মান কক্ষের উঠোন পেরিয়ে,
আলোকিত ভোরে তাজা বাতাসের ময়দানে,
সকালের শুভেচ্ছা হয়ে খুশিতে নাচে সোনালি রোদ!
আড়ষ্ট গতকাল, ঝাঁপিয়ে পড়ে সময়ের ওপর;
আগামীকাল তাড়া করা সূর্যের উঠোনে
দুপুরের রোদে বিরক্ত স্বপ্নরা স্নান করে!
নক্ষত্ররাজি ঘুমিয়ে কাটায় বিভাজন অক্ষের ওপারে,
অন্ধকারের আস্কারায়, স্নেহের পারদ গলে গিয়ে
অনিয়মিত পদক্ষেপে,
উদয় প্রাচীরের ওপারে লুকায় দুঃখি চাঁদ;
পড়ন্ত সৌরের আস্তানায় ধর্না দেয় মিষ্টি বিকেল,
তারকারাজি ঘুম থেকে জেগে ওঠার সময় আসন্ন বলে,
সুপ্রিম সম্প্রীতির দীর্ঘশ্বাস,
অবিরাম খুঁজে ফেরে মহাবিশ্বের দ্বার!