এক যে ছিলো মন কুঁজড়ো বুড়ি
জোড়া-তালির নাতি-পুতি
ছিলো কয়েক কুড়ি।


ভাসুর পোলার মামুর শালা
কাজের বুয়ার বোনের পোলা
সবাই মিলে জনতাকে
মেরে ঝারিঝুরি,
মিলে মিশে লুটে পুটে
খাচ্ছে ভাজা মুড়ি!


তাদের সাথে জুটছে কতক ভাঁড়
ঝুঁটার লোভে জিহ্বা চাটে
জ্ঞানপাপী সব ষাঁড়।


জুতার কালির তারিফ করে
বাপকে বেচে গর্ব ভরে
লাথির সাথে লাজটা খেয়ে
কেউবা খেয়ে ঘাড়;
এইভাবে সব লুটেপুটে
ভরছে লোভের ভাঁড়!