লোক দেখানো মেকি দরদ, মাতন চলছে চারিদিক
মাতন পর্দার ভেতর দেখো, চুরির মচ্ছব দিগ্বিদিক।
অসময়ে কেউ ছিলোনা,  করছে অন্যের তেলবাজি
সুসময়ে চারদিকে আজ, চলছে তেলের কারসাজি।
পর্দার ওপার শয়তান হাসে, চোখের ধুলা জনতায়
ভেঙ্গে দিছে দেশের কোমর, জোচ্চোরি ও রূঢ়তায়।
চামচামি আর তেল মারিলে, রাজা মশাই খুশি হয়
তেলের শিশির উপর দিয়ে, ভেতর ঢাকার অভিনয়।
উন্নয়নের বড়ির নেশায়,  দেশের মানুষ ঘুম ঘোরে
আখের গোছায় জানোয়ারে, লুটে পুটে ব্যাগ ভরে।
ভাওতাবাজী শব্দের ফাঁদে, পড়ে আছে প্রাণের দেশ
খেয়ে সকল লজ্জা সরম, উদোম নৃত্য চলছে বেশ।
দুর্ভাগা এই দেশের মানুষ, কেহ তাদের আপন নয়
ক্ষমতাটা যার হাতে যায়, তারাই তখন ভক্ষক হয়।
দেশের পিঠে  আর কতো তুই,  মারবি ছুরি সর্বদা
ধ্বংস হলে দেশটা বাঁচে, মর গিয়ে তুই হারামজাদা!