ফোঁটা ফোঁটা খুশিগুলো দুঃখ হয়ে ঝরে পরে
নিঃসঙ্গ নক্ষত্রের উঠোনে,
উপচানো বোঝা কাঁধে রূদ্ধশ্বাস ছুটছে পৃথিবী
অপরিপক্ক গভীর রাতের দেয়াল ভেঙ্গে।
নৈশব্দের ভাঁজে লুকিয়ে থাকা মানবতার দীর্ঘশ্বাস
নিষ্কৃতির আশায় সূর্যসেঁকা জীবনের মুর্চ্ছার মতো
ব্ল্যাকহোলের ভেতর ঢুকিয়ে রাখা হয় অনায়াসে।
অথচ কি আশ্চর্য-
ব্ল্যাকহোলের ভেতর থেকে
পৃথিবীর রুদ্ধ ফুঁপানির করুণ আর্তনাদের শব্দ
স্পষ্ট শুনতে পাচ্ছি আমি।