আকাশের ভাঁজে ভাঁজে স্বস্তিরা উড়ছে,
তাদের দেখাদেখি, একটু সাহস সঞ্চয় করে,
আবদ্ধ সময়ের উদ্বাস্তু অনুভূতিগুলো
ডানা মেলে উড়তে চাইলেও
পরক্ষণেই মুখ থুবড়ে পড়ছে মাটিতে!
মাটিতে পড়েই তারা একটি ছায়াকে জড়িয়ে ধরতে চায়,
কিন্তু এক বোঝা ত্রুটি কাঁধে নিয়ে,
সম্পূর্ণরূপে যাচাই বাছাই করা অক্ষমতা
বার বার সামনে এসে গতিরোধ করে দাঁড়ায়।
ফুটো নালী দিয়ে সামর্থ্যগুলো পড়ে যায় বলে, কিংবা
অথর্ব কল্পনার ছড়ানো ছিটানো বিছানায়
দু:খিত শ্বাসগুলো অসার হয়ে শুয়ে থাকে বলে,
পরিপাটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার শক্তি হারায় জীবন;
এদিকে ফ্রেমবন্ধি ব্যর্থতাগুলি,
জুম হয়ে ধরা পড়ে অনিকেত জীবনের পরতে পরতে।