ভাবগাম্ভীর্য  ধর্ম কর্মে,  কাটলো  ঈদের দিন
কতটুকু কমলো আজি, আল্লাহ পাকের ঋণ!
বিলিয়ে দেবার কথা ছিলো, নিজকে পরের তরে
কতটুকু বিলিয়ে দিলাম, ভাবছি বসে ঘরে!


যেই কথাটি মুখে বলি, তা কি করা হয়!
সমাজে যা প্রচলিত,  তাকে করি ভয়!
আসুন সবাই মিলিয়ে দেখি, কি হলো বদল
মনের পশু জবাই দিলাম, নাকি করলাম ছল!


কোরবানীর উছিলায় পাবো, আল্লাহ পাকের দ্বার
সেই কোরবানী হলো কিনা, যে করিবে পার!
যা ছিলো আজ তাহাই আছে, বদল কোথায় হলো
মনের পশু মনেই থাকে, পশুর জীবন গেলো।


এমনি করে বদল হয়না, রিপু তোমার আছে
হেদায়েততো চাইতে হবে, দয়াল পাকের কাছে
যাকে ইচ্ছা দিবেন তিনি, দেখে তার নিয়ত
সাচ্ছা মোমিন লাভ করিবে, প্রভুর নেয়ামত।