দুরন্ত গতির গাড়িটি থেমে গেছে
বিকল হয়ে পড়ে আছে অবেলায়,
রাত্রির চোয়ালে ঢুকে গেছে রাত
আধাঁর হাতড়ে হাতড়ে  হেঁটে,
হারিয়ে গেছে গন্তব্য সময়।
আলোর প্রবাহ ক্ষয়ে
ধূসর হয়ে গেছে দুরের নক্ষত্র,
অন্ধকার চাদর গায়ে, পৃথিবীতে জেঁকে বসে
মৃত্যুর মতো নিশ্চল প্রহর।
ইতস্তত সময় পোহায় নিস্তব্ধতা,
অসকাল বুকে নিয়ে
প্রদক্ষিত সময়ের গায়ে
লেপ্টে আছে রাতের শরীর!