গতর খেটে রিকসা চালাই, খালি বলে ডাকো
কখনো  বা  মামা ডেকে,  তাচ্ছিল্যটা ঢাকো।
তোমার জন্য অজাত পেশা, আমার কাছে বড়
খিস্তি খেউড় গালি-গালাজ, নিত্য দিনেই কর।
তুই  তোকারী নির্মমতা,  সতত  ঝারি-ঝুরি
তোমার আমার দুটোই কর্ম, করছিনাতো চুরি!
তোমাদেরটা জাতের কর্ম, আমার কেন নয়
হালাল খেয়ে রিকসা চালাই, কেন তফাত হয়।
ব্যবসা বানিজ ছোট খাট, কেউবা বেসরকারী
তোমরাতো কেউ কর্মকর্তা, কেউবা কর্মচারী।
বিদ্যা-বুদ্ধি শিক্ষা-দীক্ষায়, তোমরা সবাই বড়
ব্যবহারে চামার ছেচড়, পশুর আচার কর।
বিদ্যা শিক্ষায় কভু তোমায়, মানুষ করে নাই
অহংকার আর দাম্ভিকতা, সদাই দেখতে পাই।
এসব শিক্ষার পাল্লায় পরে দেশটা রসাতলে
যেই শিক্ষাতে পশু বানায়, মুর্খই বলা চলে।
সবার আচার একই রকম, ঢালাও বলি নাই
কেউবা আবার ভদ্র এমন, অবাক হয়ে যাই।
তোমার চাইতে আমি সুখী, কোন চিন্তা নাই
আম জনতার রক্ত চুষে আমিতো না খাই।