আমার সহজ সরল ও নিরীহ কিছু স্বপ্ন
ইচ্ছাকৃত বার্ধক্যের সমস্ত বাধা উপেক্ষা করে,
লজ্জার বিছানায়, দিনমান শুয়ে থাকতে ভালোবাসে!
একদিন গভীর রাতে, ভয় পেয়ে
হঠাৎ চিৎকার করে উঠে ঘুমের ভেতর,
-আমরা যেই রাতের খাবার হয়ে, মৃত্যুর প্রহর গুনছিলাম,
সেই জঘন্য হতাশার রাতটি,
গতকাল আমাদের ঘরের দরজায় এসে কড়া নাড়ছিলো!
তার পেছনে দাঁড়িয়ে ছিলো এক শালীন ছিনাল!
মাথায় একটি ঝুড়ি, তার মধ্যে বেশ কিছু উৎকণ্ঠা,
থরে থরে সাজানো, প্রচুর ছোট ছোট বিপর্যয়,
বিধবা ঘোমটার ভেতরে লুকিয়ে রেখেছে,
লালসায় মোড়ানো এক বস্তা খ্যাতির দুর্গন্ধ!
নির্দোষ বছরগুলোকে,
আসামীর কাঠগড়ায় দাঁড় করানোর জন্য একটি হুলিয়ার কপি!
মুখোশের ভেতরে, বর্বরতার বীভৎস অট্টহাসির একটি বোঁচকা,
বার বার ব্যবহারের ফলে,
ময়লা হয়ে যাওয়া অনেকগুলো চটকদার বিভ্রান্তি!
জীবিত প্রতিভাকে বিসর্জন দিয়ে,
মৃতের চল্লিশা পালনের দাওয়াত কার্ড!
সত্য মামলাতে, অসত্যের ঝকঝকে ছাপানো একটি বিজ্ঞাপন;
শুধু তাই নয়, তার কপালে সাটা ছিলো,
একটি উপত্যকার রক্তাক্ত ময়নাতদন্ত রিপোর্ট!