এলেবেলে হাঁটছি, দ্বিপ্রহর, ক্লান্তিকর,
অকালপক্ক বেয়াদব রোদের ভেতর!
ক্রমাগত বেলাজা হয়ে উঠছে জ্যৈষ্ঠের গতর;
মুগদা বিশ্বরোড ধরে হেঁটে যেতে দেখেছি
মরে পরে আছে বিকলাঙ্গ ভোর।
বংশাল মোড়ে খাঁড়া কানকাটা বেহায়া দুপুর,
চারদিকে ঝুলে আছে-
এলোমেলো পোড়েন বিস্তর;
নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে-
দুঃসহ এক ধুসর নগর,
সভয় উতরোল চেপে আছে শহরের ধর!


বিভ্রম ক্যানভাসে-
পাঁচমিশালী ভাবনারা ভোগ করে কাল্পনিক সুখ,
বিবর্ণ নীলিমায় লুকায় স্বস্তির মুখ।
তবুও দিন যায়, চকিত চোয়ালে ঢুকে
থেমে যায় সব কোলাহল,
নিরাবেগ বিষণ্নতায় খুলে যায় রাতের আগল,
বিষুবরেখায় ঝুলে থাকে-
আলম্বন গিলে খাওয়া এক রক্তাক্ত প্রহর!