ইতিহাসের বর্জ্য ছড়িয়ে
চারদিকে খ্যাতির বুদ্বুদ ছড়ানোর চেষ্টা;
কিন্তু খ্যাতির বদলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে
পুরো পরিবেশ আজ হুমকির মুখে।
কিছু বিস্ময়কর শব্দ প্রয়োগ করে চরম নির্লজ্জতায়
বিলি করা হয় সত্যের মৃত ফসিল।
ভাড়ায় খাটা শীর্ষ ক্রোধগুলোর আস্ফালনে
জীবনেরা খোঁজে অনুগ্রহ কৃপায় ব্যর্থ প্রশান্তি,
দুঃখগুলো রক্তের সাথে মিশে যায়,
আর এভাবেই স্বঘোষিত গর্বের গাফেল হাত
ভেঙ্গে ফেলে সাম্যের দেয়াল,
গড়ে তোলে অমানবিক বিভাজন রেখা।
হে আমার প্রাণের দেশ ও স্বাধীনতা,
তুমি কার!
তোমার মালিকের নাকি চাকরের!