সেই সব কবিদের কথা যারা দাবি করে কবি
বিবেককে রেখে বন্ধক আঁকে দাসত্বের ছবি।
কবিতা ভরা খাতার পাতায় কবির নাই শেষ
কবিত্ব গিলে খেয়ে লিখে কালিতো নিঃশেষ।
কোথায় আজ সেই কবিত্ব সারমেয়কুলের ভক্ত
লেবাস পরা কবি তুমি শরীরে শকুনের রক্ত।
কবিরতো কলমটাই অস্ত্র কলমটাই তলোয়ার
শব্দ গুলিতে ভয়ে পালাবে দুষ্ট সব জানোয়ার।
দেখোনা আজ পথে পরে কত আদম কাৎরায়
মুত্যুর আগে শ্বাসটুকু নিতে জীবনকে হাতরায়।
একমুঠো ভাতের আশায় একজন মজুর ধুকছে
শহর ছেড়ে গ্রামের পথে কাজের সন্ধানে ছুটছে।
ক্ষুধার রাজ্যে ছুটছে মানুষ  শহরের অলিগলি
মৃত্যুটুকু হাতের তালুতে বিপদের কোলাকুলি।
চারদিকে শুধু জীবনের হাহাকার বাঁচার পথ বন্ধ
জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা বিবেক আজ অন্ধ।
পদে পদে আজ শুধুই ধোঁকাবাজি বাঁচার নাই পথ
লুটের রাজ্যে জিম্মি হয়ে বাঁচে অবরুদ্ধ জনমত।
সত্য প্রকাশে নেমে আসে খর্গ জীবন যেন কয়েদ
মিথ্যার ফুলজুরি সত্যকে ঢাকে স্বপ্নের রং সফেদ।
চোরের রাজ্যে তুমি যদি নও মানুষের কবি ঠিক
তোমার তরে জুতার মালা জানাই হাজার ধিক।
--------------------------------------------
[কবি শব্দটি এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কবি বলতে বোঝানো হয়েছে সমাজের উচ্চ শ্রেণীর জ্ঞানী ও সচেতন মহলকে, যাদের প্রত্যক্ষ দালালি ও চামচামির পরিণতিতে রাষ্ট্রের আজ মৃতপ্রায় অবস্থা। যারা দেশের ভাগ্য নির্ধারণকারী সেজে জাতির ঘারে আজাবের মতো চেপে রয়েছে।]