মুক্তির নেশায় কাঁপছে করোটি,
কিন্তু বধির আবর্তনে ঢেকে গেছে ইতিবৃত্ত;
বয়সের ভারে কুঁজো হয়ে পড়ে আছে ন্যায়ের তরবারী,
বিধ্বস্ত বর্তমান হেঁটে যায়
গ্লানির করিডোর পেরিয়ে দিগন্তের পানে,
তবে নিঃশ্বাসগুলো এখনো মরেনি,
তারা ভবিষ্যতের ‍দুয়ারে কড়াঘাত করে
এখনো শ্বাস নেয় জুলুমের বায়ুতে।
জ্বরতপ্ত দরজার ওপারে পাহারারত কুকুরগুলো
দ্বিগুণ তাগড়া হয়ে এখন অচ্ছুতের দরজায়;
সেই সুযোগে-
মোনাফেক করাত কেটে দিচ্ছে স্বদেশের শিকড়।