অশ্রু এখন কোথায় আছে জানিনা!
আজকাল তার অতীতের শুভ্র পর্দায়
কোন ছবি ভেসে ওঠে কিনা, তাও জানা নেই!
সেই যে, কবেকার যুবক মেজাজের যুগে
প্রেম যখন নতুন আবেগ
তৈরি করতে সাহায্য করতো আমাদের!
আবেগের টলটলে গালে
মূর্ছিত শ্বাস-প্রশ্বাস যখন লুটিয়ে পড়তো,
সেখান থেকেই আমরা অনুভব করেছিলাম,
কিভাবে লাজুক স্পর্শে শিহরণগুলো কাঁপতে থাকে,
তীব্র আনন্দ এবং বেদনার সম্মিলিত চুম্বনে
খিঁচুনি ছড়িয়ে পড়ে শিরা-উপশিরায়!
সমস্ত জিজ্ঞাসাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে
বার বার উদ্বেগ যুক্ত করতে চাইতে তুমি!
প্রেম কিভাবে একা একা কথা বলতে শেখায়
আমি তা শিখেছিলাম তোমার কাছেই;
তাই আজকাল আমি
সেই মুহুর্তগুলি স্মরণ করতে ভালোবাসি!