সময়ের চেয়ে এগিয়ে থাকা স্বপ্নগুলোই
জীবন ও জগতকে সযত্নে আগলে রেখে
কাল থেকে মহাকালের পথে এগিয়ে নিয়ে যায়!
বিবর্তনের পথ যতই আগুন পরিধান করে
উদ্বেগের পুনরাবৃত্তি ফিকির করুক,
কিংবা অসম্পূর্ণ ছাইয়ের ভেতর লুকিয়ে থাকুক,
স্বপ্নময় চিন্তাই ব্যক্তি ও জাতিকে উচ্চতার শিখরে তুলে ধরে!
যারা স্বপ্নকে ইতিহাসের লজ্জার ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে
সময়ের সাথে নিমকহারামী করে থাকে,
তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার ইতিহাস ঘৃণ্য!
অপ্রয়োজনীয় প্রশংসার ফাঁদ কেটে
বিস্ময়কর সাহসী স্বপ্নের ফেরিওয়ালা, সমস্ত জঞ্জাল ধুয়ে মুছে
মানবের তরে যুগে যুগে স্বপ্ন বিলি করে বেড়ান!
স্বপ্নহীন জীবন মানে মৃতপ্রায় অস্তিত্ব, আর
স্বপ্নহীন জাতি মানে পঙ্গুত্বের নিষ্ঠুর অভিশাপ!