একটি বাকরুদ্ধ শৃঙ্খলিত কাল হেঁটে যাচ্ছে
পেছনে ছত্রিশ কোটি চোখ,
দুঃস্বপ্নের নীরব চিৎকার শ্লোগান দেয়,
অদ্ভুত ক্ষুধার বেত্রাঘাত এগিয়ে নিয়ে যায়
পক্ষাঘাতগ্রস্ত গহ্বর পেরিয়ে
বিভ্রান্তির গলির ভেতর দিয়ে রাজপথে।


আঠারো কোটি মুখাবয়ব,
কাঁধে হতাশার ঝোলা
বাণিজ্যিক দীর্ঘশ্বাসের ঋণ,
অবশ শরীরে তলোয়ার হাতে
প্রজনন মৃত বিপ্লবী;
বালির পোশাক পড়ে দাঁড়িয়ে আছে
স্বদেশের আলগা শিকড়,
আর মিছিলটির আশপাশে অপরাধীর মতো
লুকিয়ে বাঁচে আমার দণ্ডিত ফেরারী মুখ।