আমি অসহায় সময় পরিমাপ করার জন্য
ঘড়ি খুঁজতে গিয়ে, একটি বিমূর্ত আওয়াজকে
প্রায়ই উচ্চস্বরে কাঁদতে শুনি;
কিন্তু একচোখা আইনী প্রলেপের কালো পাথরে নির্মিত
চার দেয়ালে আটকে থাকে কান্নাটি!
পেটুক শুয়োর গিলে খায় সেই শব্দ,
কিংবা সাধারণের কানে পৌঁছার আগেই
প্রপাগান্ডার সাথে মিলিয়ে যায় সেই আওয়াজ।
স্বাধীনতাকে অপমান করা ফন্দিফিকিরের রুদ্ধদ্বার
ভাংতে পারেনা বিপ্লব নামের হাড্ডিসার ঘোড়া!
পুড়ে যাওয়া স্বপ্নের সামনে দাঁড়িয়ে থাকা অসার ফেরারী
ফতুর উপায় হাজির করে অজুহাত হিসেবে;
বিলাসী আবেগের আদিক্ষেতায়
মৃত্যু উপত্যকায় খোঁজে স্বর্গীয় বিশ্রাম!