অপকর্মের বাধ্যতামূলক কৃতজ্ঞতা
আঘাত করে রাষ্ট্রের অস্তিত্বের শিকড়ে,
চেতনার আযাব এবং
বিশ্বাসঘাতক উন্নয়নের ফাঁদে ফেলে
মাতৃভূমি খুবলে খায় ইবলিশের পালা ঘুঘু!
মেকি মূল্যায়নের ধোঁকাপূর্ণ প্রচার
সন্দেহের উদ্রেক ঘটায় অযৌক্তিক শব্দের দুর্বল প্রয়োগ,
তাই প্রতিবন্ধী সংখ্যাগুলি লুকিয়ে ফেলার আগেই
জ্ঞানপাপের অতিরঞ্জন-
ক্ষমাহীন ধৃষ্টতা হিসেবে ধরা পড়ে জনতার মননে!
রোদ ডুবে গেলে,
প্রলোভনের বিরুদ্ধে তিরস্কার ছুড়ে দিতে
উপায় সনাক্ত করে উদ্বিগ্ন ক্রোধ;
এদিকে লজ্জাকে পরাস্ত করে বেড়িয়ে পড়ে
সন্দেহজনক উপায়ে লুকানো থলের বিড়াল!