তুমি কোন প্রহরে দাঁড়িয়ে জননী?
তোমার পায়ের আওয়াজ হৃদপিন্ড হাতরায়.
চুম্বনে বয়সের ছাপ, রাত্রির চাদরে আবৃত শীর্ণ আশীর্বাদ
তোমার সন্তানেরা কম্পমান উপত্যকার সামনে
আগ বাড়ালেই বধ্যভূমি;
শব্দহীন আওয়াজ দিগ্বিদিক. ভুরু কুঞ্চিত প্রকৃতি
ক্ষমাহীন চাহনি, আবর্জনার স্তুপে আরাম খোঁজা
তোমার কোটি সন্তান আজ আগন্তুক।


তোমার জীবিত বিষণ্নতার ভাঁজে অসহায়ত্ব,
বাতাসে নগ্ন দিগন্তের হাতছানি,
যেখানে ঘুমিয়ে কাটাতো স্বজনেরা
পিছু পিছু আজ বধ্যভূমি।
তোমার অবয়ব শীতল মেঘের মুখোমুখি
ধরাশায়ী স্পন্ধন, স্পন্ধমান অস্থিরতার যুগলবন্ধী,
স্পর্ধিত অস্থির, সামান্য সন্নিকট, নিকটবর্তী
প্রভুর হাত থেকে খসে পড়ে বিধান, সামনেই বধ্যভূমি।