আমি যখন
স্বপ্নের উপচে পড়া বিনয়ের খাটিয়ায় শুয়ে থাকি,
তখন আমার প্রসারিত হাত হতে
হাজার আলোকবর্ষ দুরের উন্মুক্ত আকাশ মুখ টিপে হাসে!
তা সত্বেও আমি অলস সময়ে বসে
প্রায়ই বিলুপ্ত আনন্দগুলি গণনা করি!
অথচ তখনই স্থির হয়ে দাঁড়িয়ে থাকা আগামীর চোখ দিয়ে
দুঃখের অশ্রু ঝরতে শুরু করে নিরন্তন!
এভাবে আশীর্বাদগুলো গণনা করার সময়ও,
ছোট ছোট অভিশাপ পাহাড়সম বড় হয়ে ধরা পড়ে!
তাই দেখে আরাধ্য সুখেরা
অনুপস্থিত শব্দে, তাচ্ছিল্যের খুসখুসে কাশি দিয়ে মুখ লুকায়!
জগৎ সংসারটাও আমারই মতো-
পর্বত প্রমাণ নীতির কাছে শোচনীয় পরাজয় হলে
দুর্নীতি নীতিকে মোকাবেলা করে!
তখন অসভ্যতার অট্রহাসির প্রতিধ্বনি
সভ্যতার দেয়ালে ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে অস্তিত্বের বারান্দায়!
বয়স্ক পাপের নগ্ন উত্তরাধিকারীর লজ্জা নিবারণের বস্ত্রটুকু
সৌন্দর্যের গোপনীয়তা রক্ষা করলেও
জ্ঞানের সাথে অজ্ঞতা মিশে গিয়ে,
গর্ব ও ঐতিহ্যের মৃত্যু ঘটায় দিনে দুপুরে!
----------------------------------------------------
প্রচন্ড ব্যস্ততার কারণে কবি বন্ধুদের মন্তব্যের উত্তর দেয়া এবং বন্ধুদের পাতায় মন্তব্য দিতে পারিনা বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।