একটি উত্তপ্ত কড়াই
এখানে স্বপ্ন রান্না করা হয়,
স্বর্ণের ন্যায় কয়লা জ্বালিয়ে;
ছোট, বড়, মাঝারী সব ধরণের দীর্ঘশ্বাস
থরে থরে সাজিয়ে রাখা হয় রেকে।
কাষ্টমার বুঝে কম বা বেশী দামে
দেশে-বিদেশে বিক্রি করা হয় সুযোগ বুঝে!


নীরবতারা সময় গুঁড়িয়ে পথ হাঁটে
কখনো স্বপ্নহীন আকাশে ঝুলে থাকে,
মেঘের হিজাব পড়ে সেকরা ঘুরে শহরময়
স্বপ্ন সংগ্রহের নেশায়।
ইদানীং ভাগ্যকেও ভাগ্যের হাতে
ছেড়ে দিতে দেখা যায় পূর্বপুরুষের ঋণ শোধ করতে।
আমার প্রাণের বাংলাদেশ
আবার বাংলাদেশ হয়ে ওঠুক!