বিদ্যার তেজে অহম রইলি গোস্তাকিতে জ্ঞানের ভেদ
দাম্ভিকতায় জীবন গেলো মুছলনা তোর মনের জেদ
ভ্রান্ত চেতন দিচ্ছে ফাঁকি নিজের সাথেই প্রতারণ
গলদ লীলায় প্রান্তে জীবন অতৃপ্ততার রইলো খেদ!
----------------------------------------------
----------------------------------------------
রুবাই-এর প্রতি আকৃষ্ট হয়ে আমার বন্ধুদ্বয় কবি মার্শাল ইফতেখার আহমেদ এবং কবি মোঃ মমিনুল ইসলাম সাহেবকে কয়দিন অনেক জ্বালিয়েছি। বিশেষ করে কবি মোঃ মমিনুল ইসলাম সাহেব সময় নষ্ট করে অনেক তথ্য-উপাত্য দিয়েছেন। এগুলি পড়ার চেষ্টা করেছি। পড়ার পর আমার যে ধারণা হলো, তাতে আমি মনে করছি, আমার আপাতত বিদ্যা দিয়ে রুবাই লেখা সম্ভব নয়। রুবাই লেখার জন্য প্রচুর পড়াশোনা দরকার। বিশেষ করে, যাদের ফার্সির ধারণা আছে, বা প্রচুর ফার্সি আবৃত্তি যারা শুনেন, তাঁদের জন্য যতটা সহজ, ঠিক ততটাই কঠিন আমার জন্য। আমি বন্ধুদ্বয়ের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপাতত চেষ্টা করে যা পেরেছি, তাকে রুবাই বলাটা ধৃষ্টতার সামিল হবে বলেই আমার মনে হচ্ছে। তাই এটিকে চতুষ্পদী লেখা হিসেবেই ভাবতে চাই। শুভকামনা আসরের সমস্ত কবি বন্ধুদের প্রতি।