বেশ কিছু আগে-
সূর্যটা ছিঁড়ে পড়ে গেছে
গলিত কালোর গহ্বরে;
কমলা গালের ক্লান্ত চোখের সন্ধ্যাটি
হারিয়ে যাবার আগে
এক ঝাঁক মেঘ দল বেঁধে দুষ্টমি করছিলো
দুষ্টু বাচ্চাদের মতো-
তাড়া খেয়ে কোথাও লুকিয়ে পড়েছে।
জমকালো অন্ধকার চাদর গায়ে দাঁড়িয়ে থাকা
রাতের শরীর থেকে-
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে করুণ আবেগ!
শোকার্ত জননীর মতো
উলঙ্গ গাছের পাতা থেকেও ঝরছে অশ্রুধারা!
পেঁচার ভুতুড়ে ডাক, কুকুরের একটানা গোঙানী,
অশরীরী অস্পষ্ট আওয়াজ-
অন্ধকার আছড়ে পড়া রাতের দেয়ালে
এঁকে যাচ্ছে
স্বরচিত খ্যাতির এক ভয়ঙ্কর দৈত্যের ছবি!