মানুষের আয়ুষ্কাল তার কর্মের সমানুপাতিক নয়
ক্ষণজন্মা কেউ পাল্টে দেন সভ্যতার গতিপথ
অসম্ভব মেধাবী কেউ আপাত দুর্বোধ্য সৃষ্টিতে
     আমাদের ব্যস্ত রাখেন শতাব্দীকাল
বিপরীতে দীর্ঘায়ু অনেকেই জীবন কাটায় ভোগে
পৃথিবীর ঘাড়ে রেখে যায় অসংখ্য বুভুক্ষু সন্তান
তবে কেউ কেউ দীর্ঘতম আয়ু নিংড়ে
   রেখে যান অপার্থিব সৃজন
কালের সাথে স্বতঃস্ফূর্ত চলেন প্রাসঙ্গিকতায়।


আমি দীর্ঘায়ু লাভের বাসনা করেছি পরিত্যাগ
শুধু চাই কর্মক্ষম জীবন সৃষ্টির আনন্দে ভেসে
পরিমিত আয়ু নিয়ে পূর্ণ করে যাবো সমস্ত অভিলাষ
কীর্তির মাঝে পেতে চাই অমরত্বের আশ্বাস।


তবু যদি সময় হয়ে যায় বন্ধু আমার
টেনে নেয় কয়েক প্রজন্ম ধরে
জরাগ্রস্ত হয়ে যদি না হই পর মুখাপেক্ষী
অভিজ্ঞতার নিপুণ বয়ানে রেখে যেতে চাই
    কালের অনুপুঙ্খ হিসেব
কতো ব্যত্যয়, কতো ভুল,
   যা কিছু ভালো, অনুকরণীয় অতুল
সেটাই হবে বয়োজ্যেষ্ঠের উপহার অনুজের হাতে।


তাই বলি আয়ু অমূল্য অতি
তারে করো না অপচয়, নেশার গ্রাসে ক্ষয়
কিছু যদি নাই পারো দিতে আস্বাদন করো শুভকে
মঙ্গলযাত্রায় কখনো দিয়ো না প্রতিরোধ
কেউ গড়ে, কেউ ভোগ করে, সেটা দোষের নয়
ধ্বংস যে করে সে কি ভাবে মানুষ হয়?
আমাদের আয়ু ধরণীর বুকে পরীক্ষামাত্র জেনো
তাই পশু আর মানবের মাঝে পার্থক্যটুকু টেনো
আহা আয়ু! হেলায় ফুরায়, রোগশয্যায় পড়ে টান
আয়ুর মর্ম এর চেয়ে বেশি কি করবো বয়ান।

২৬-৫-২০২০। বিকাল ৫-৪৩। সেনওয়ালিয়া