সুন্দর সে তো পবিত্র অনুভব—
একের চোখে যা সুন্দর, মনে আনে বৈভব
অপরের কাছে হতে পারে নগণ্য, উপেক্ষিত সব
ব্যক্তি মানসে হয় গড়পড়তা রুচির উদ্ভব
নিজ অধিকারে থাকে যা তাই নিয়ে গর্ব ও কলরব।


কেউ কি খোঁজে সৌন্দর্য কখনো অন্তর্গত রূপে
কিংবা ঋদ্ধ গুণে, প্রকাশিত যা একান্ত সংলাপে
সঙ্গীতের সৌন্দর্য ফোটে তান, বিস্তার ও আলাপে
রূপসীর খোঁপা পায় মহিমা ফুটন্ত গোলাপে
তেমন সুন্দর বুঝতে লাগে শিল্পিত মন বড় মাপে।


চেয়ে দেখো আকাশে মেঘেদের বাহারে
কিংবা সাগর, নদী, সবুজ ঐ পাহাড়ে
প্রকৃতির কোণে কোণে খোঁজ যদি তাহারে
রঙের ভেলায় চড়ে উঁকি দেবে আহারে!
সুন্দর ধরা দেয় ভ্রমণে ও বিহারে।


হয়ো না হতাশ তুমি সুন্দরকে না পেয়ে
তৃপ্ত হতে শেখো নিজস্ব প্রাপ্তি দিয়ে
শিহরিত হতে চাও স্বর্গীয় রূপ ছুঁয়ে?
মেতে উঠো রঙ, সুর আর কাব্য নিয়ে
খুলে যাবে দৃষ্টি যতো অতৃপ্ত হৃদয়ে।


২৫-৫-২০২১। দুপুর ১-১৪। সেনওয়ালিয়া