ভাবনায় উথলে উঠা শব্দবুদ্বুদ
আবেগের মিশ্রণে বেশ মর্মন্তুদ
নীতির ঝান্ডা হয়ে সুদৃঢ় প্রকাশ
ভবিষ্যদ্রষ্টা কবির অন্তর্গত শ্বাস
স্বপ্নের বর্ণনা এক নিখুঁত বয়ানে
শব্দপ্রলেপ বিরহে প্রশান্তি আনে
প্রণয়ের উসকানি, রূপককল্পনা
মিলন সুখের উল্লসিত উন্মাদনা
সমাজ বিশ্লেষণ শব্দের অক্ষরে
মানবতার আকুতি বর্ণ উৎসারে
দ্রোহে, বিপ্লবে স্ফুলিঙ্গ যোগান
বিজয় এলে আনন্দধ্বনির গান
শিল্পীত কল্পকুসুম নন্দনকাননে
ধনাত্মকদ্যোতনা দেয় সর্বপ্রাণে
মানুষ সততই তার কাছে ফেরে
কবিতা তা-ই, নাও আপন করে।


১-৩-২০২১। রাত ৯-১৬। সেনওয়ালিয়া