ভোর হলে নিয়ম মেনে ডেকে উঠে ঘুঘু
শাখায় শাখার নৃত্যগানে মাতে দোয়েল
হাসনাহেনার পাতার ফাঁকে টুনটুনি গায় গান
বাগানের নৈমিত্তিক এই সঙ্গীতে ঘুম ভাঙ্গে কারো
কেউ কেউ সে সুর মূর্ছনায় হয় আবেশিত
পাশ বালিশ জড়িয়ে ডুবে যায় আলস্যঘুমে
এতে পাখিদের আনন্দ কমে না এক চুল
তারা মেতেছে আলোর খেলায়, ভেসেছে জীবনভেলায়।


ঠিক এই ভেবে আমি সান্ত্বনা খুঁজি
আমার কাব্য কারো মননে নাই বা তুলুক ঢেউ
আমি পৃথিবীর রং, রূপ দুচোখ ভরে দেখি
জীবনের অভিজ্ঞতায় ঋদ্ধ হই
অনুভূতি সব জমা করি শব্দের বন্ধনে
সৃজন আনন্দে আমি সদা চঞ্চল
আমি যে কবিতার বুলবুল।  


৬-৫-২০২০। বিকাল ৪-৫৯। সেনওয়ালিয়া