মনে পড়ে সেই ছোট্ট বেলা
ঈদ ঘিরে কতো হল্লা-খেলা
বন্ধুত্বের সেই নিবিড় বাঁধন
ইচ্ছে জোড়ে সিয়াম সাধন
ক্ষুধায় কাতর চৈত্র বিকেল
অলস ঘড়ি যেন দমে ফেল
চাতক-প্রাণে ঐ ধৈর্য্য ধারণ
এক ফোঁটা জল তাও বারণ
মাসের শেষে সেই চাঁদ রাতে
সবাই উঁকিঝুঁকি আকাশেতে
এক ফালি চাঁদ দেখলে হঠাৎ
লম্ফে ঝম্ফে আনন্দ আহ্লাদ
ভোরে উঠেই ছোটা ঈদগাহে
কারো যেন আর তর না সহে
নামাজের শেষে কোলাকুলি
সব খেলার সাথীর গলাগলি
পড়শী বাড়ির সেমাই পায়েস
সেলামি পেলে কি যে আয়েস
নাই বা পেলাম নতুন পিরাণ
জীবন কারোই হয়নি বিরান
বয়স হলে যায় আমোদ কমে
মাঝে দূরত্ব বাড়ে ক্রমে ক্রমে
কাজে কর্মে আজ ব্যস্ত ভীষণ
সময় যেন আমায় করে শাসন
এখন ঈদ কাটাই একলা ঘরে
সোনালি অতীত স্মরণ করে।


২৫-৫-২০২০। দুপুর ১-৫০। সেনওয়ালিয়া