এই বিপন্ন সময়ে উৎসবের আমেজে কেউ নেই
তবুও তুমি আসবেই জানি প্রিয় বৈশাখ
সঙ্গনিরোধের গৃহবন্দী জীবনে বাইরে তাকাই
দেখি ক্রমশ তীব্র বাতাসে দোলে আমের গুটি
সবাই প্রস্তুত মনে মনে আসন্ন ঝড়ের
প্রথম ফোটা বৃষ্টিতে মাটি ভিজিয়ে আসবে তুমি
শুধু বরণের নেই কোনো তোড়জোড়
এবারও হবে কিছু তছনছ, পুরনো ঘর, মরা ডাল
পড়ে থাকা জঞ্জাল সরিয়ে চলবে জীবনের চাকা
এই জনপদ মৃত্যু দেখে দেখে স্তম্ভিত হয়ে আছে
একটু ঝাঁকুনি না হয় দিয়ে যাক কালবৈশাখী
জীর্ণ প্রাণে আনুক নব স্পন্দন, নতুনের আস্বাদ
যদি বা মুছে যায় অতিমারীর ভয়াল ছোবল
তাই আমি ভুলতে চাই না প্রচলিত প্রত্যাশা
নিভৃতে একাকী গাই বৈশাখ আবাহন গীতি।


১৩-৪-২০২১। রাত ১১-৩৮। সেনওয়ালিয়া