তোমায় আমি নাই বা ছুঁলাম এতই যখন বারণ
হৃদয়টা গুটিয়ে নেয়ার নেইতো কোনো কারণ
দূরে থেকেও যায় গো ভাসা ইচ্ছে ভেলায় চড়ে
স্মৃতিগুলো জাপটে ধরে অসীম মনের জোড়ে
লিখতে পারো চিঠির পাতায় হৃদয় কপাট খুলে
প্রণয় আবেগ মাখিয়ে দিয়ে বিরহ বেদনা ভুলে
আমি না হয় কাব্যকথন পাঠাবো ফিরতি খামে
চলো দুরালাপনে তুষ্ট থাকি অদেখার এ প্রেমে
শুধু পরশের পুলক টুকুই হায় থাকলো অধরা!
মহামারীর কড়াকড়ি, আর যাবেই বা কি করা।


২৩-৫-২০২০। বিকাল ৫-২০। সেনওয়ালিয়া