ওগো বিদেশিনী, তুমি ক্ষণিক দাঁড়াও
অপার ব্যস্ততা রেখে পিছু ফিরে চাও
কতো কথা বলতে ব্যাকুল বোঝানো দায়
ভাষার ভেদ ভুলে দেখো আঁখির ঠিকানায়
আমি সুন্দরের পিয়াসী, থাকি নিত্য বিভোর
মানি না জাতি, ধর্ম, বর্ণ, বিভেদের জোড়
প্রেম তো স্বর্গীয় বোধ, এক শাশ্বত বন্ধন
কেন তারে শৃঙ্খলিত করার চেষ্টা চিরন্তন?


সবাই খুঁজি ফুলের শোভা, পাখির গান
ঝর্ণার কলরোলে জুড়াই অস্থির প্রাণ
রূপ যেমন সার্বজনীন মুগ্ধতার নিয়ামক
প্রণয় প্রকাশ তেমনই ধ্রুপদী সুরের বলক
সকলেই বুঝে নেয় সব হৃদয়ের অনুভবে
তা না হলে এ সভ্যতার লোপ হতো কবে!
এই আমি বাড়িয়ে দিলাম আলিঙ্গনের হাত
উসকে দিও না ওগো বিরহের অনন্ত প্রপাত।


১৯-৬-২০২০। সকাল ১১-৫৩। সেনওয়ালিয়া