এই পললভূমি জেগেছিলো লক্ষ বছর ধরে
এই সমতলে মানুষের বসবাস তারও বহু পরে
সেই থেকে ক্রমে পুষ্ট হয়েছে ভাষা-কৃষ্টি-কৃত্য
সমাজ কাঠামো গড়ে উঠে, প্রয়োজনের ভৃত্য
তারপর ধীরে জন্ম নিলো রাষ্ট্র ভাবনা, সুচারু
শোষণের গল্পের সেই থেকে হয়েছিলো শুরু
কতো নিপীড়ন, প্রতিরোধ, আর নৃশংস দমন!
উর্বর এ জনপদে নামে বহিঃশত্রুর আগ্রাসন
সমৃদ্ধ সে সুখের গল্প তাই পতনের বিষাদ ভরা
করদপ্রজা নাগরিক নই, ছিলাম ভূখণ্ড ছাড়া
রাজা আসে, হয় উৎখাত, আমরা নির্বিকার
তখনো ভোগ করিনি রাজনীতির অধিকার
কতো রাজন্য করে গেছে শোষণের উৎসব!
ভাগ্য মেনে নিয়ে দেখাই আনুগত্য যথাসম্ভব
নিজ অধিকার বুঝে নিতে যেই হলাম তৎপর
জাত ভেদে মুখোমুখি দাঁড়াই আমরা পরস্পর
এ ভাবেই শ্লথ হয়েছে মুক্তির অনিবার্য কীর্তি
সীমানা এঁকে কাটাছেড়া হলো মানবতার আর্তি
সাম্প্রদায়িক রক্তআঁচড়ে জীবন করেছে সঙ্গীন
তবু আমরা অদম্যপ্রাণ বারংবার হয়েছি স্বাধীন
আমরা পেরেছি আমাদের ছিলো যে সূর্যসন্তান
বন্ধু এক আজন্ম ত্যাগে করে জনকে অধিষ্ঠান
রক্ত আমাদের কলুষভরা ইতিহাস দেবে সাক্ষ্য
কুমন্ত্রণা ও ষড়যন্ত্রে বার বার ভেঙেছি সে ঐক্য
এতিমের স্বাবলম্বী হওয়া সে যে ভীষণ দুঃসাধ্য
তবুও আবার ঘুরে দাঁড়াই, খুঁজি গন্তব্য আরাধ্য
হাজার বছরের শৃঙ্খল ভাঙ্গা সেই সে স্বাধীনতা
আজ পেরুলো পঞ্চাশ, কাটেনি সার্বিক দীনতা
কতো শহীদের রক্তে ভিজেছে প্রিয় এই স্বদেশ
কতো দীর্ঘশ্বাসের কষ্টবাষ্প বাতাসে অনিঃশেষ
তোমাকে আপ্লুত অভিবাদন হে প্রিয় জন্মভূমি
চির মুক্তির শপথে তোমার এ পবিত্র মাটি চুমি
আমরা ভুলি না পথে বিছানো শ্বাপদের হুঙ্কার  
জয়ের দর্পে মাড়াবো তারে এ হোক অঙ্গীকার।


২৬-৩-২০২১। সকাল ১১-৫৪। বাকৃবি