আমি সানন্দে মেনে নেই তোমার সব অনুযোগ
ভুল না করেও মেনে নেই তার দায়
সকল ভ্রুকুটি, তীর্যক সমালোচনা তাও
তুমি বিলাপ ক্রন্দনে উন্মত্ত হলে বুক পেতে দেই
ঝগড়া কিংবা অপবাদে আমি থাকি নিশ্চুপ
তোমার আক্রোশে সতত থাকি নিষ্ক্রিয়
আমি জানি অনেক ঘাটতি আমার
তোমার প্রত্যাশা পূরণে ব্যর্থ হই পদে পদে
আমার অপরাধে তুমিতো ক্রুদ্ধ হবেই
তবু তোমার সঙ্গ আমি ছাড়বো না প্রিয়তমা
তুমি যে আমার আরাধ্য প্রণয়
তুমি আমার আজন্ম স্বপ্নকে হাতে পাওয়া
বরং আমাকে প্রশ্রয় দেয়াই ছিলো তোমার ভুল
তোমার টকমিষ্টিঝাল ভালোবাসা বেশ লাগে
আমার বিগলিত মনের কাব্য প্রকাশে
     ক্ষণিকের তরে প্রসন্ন হও এটাই স্বার্থকতা
আমি মুখরারমনী বশীকরণ মন্ত্র খুঁজি না
আমি খুঁজি মানানসই শব্দবন্ধ
যে জাদু পাল্টে দেবে তোমার বোঝার ব্যাকরণ
উন্নাসিকতা ভুলে তুমি জানবে কতো ভালোবাসি
আমি সেই দিনটির অপেক্ষায় আছি
আর ক্রমাগত সচেষ্ট থাকি উপযুক্ত কাব্য সৃজনে
যার প্রভাবে মুছে যাবে মনের সংশয়
তখন তুচ্ছ মনে হবে আমার সমস্ত দৈন্য
মিলনের জন্য তৈরী হবে তোমার হৃদয়
আমি সেই হৃদবিজয়ীকাব্য লেখায় মগ্ন।


১৬-৫-২০২০। ভোর ১-২৩। সেনওয়ালিয়া