এখন চলছে প্রকৃতি বনাব মানুষের যুদ্ধ
করোনা করেছে কোণ-ঠাসা ও গৃহবন্দী
এখন হেনেছে সাইক্লোন আমপান,
    জনপদ নিশ্চিহ্ন করার কঠিন আঘাত
বিরক্ত দানব ফুঁসে উঠেছে মানুষের নিরন্তর পাপে!
শুধু প্রার্থনা বাঁচাতে পারবে না এ যাত্রা
যারা ছিলো সংযত, ছিলো দূরদর্শী ও প্রস্তুত
হয়তো বেঁচে যাবে তারা, বিধাতাও তেমনি চান
আমরা যে উপেক্ষা করেছি জীবনের বিধান
টিকে থাকার কঠিন পরীক্ষার মুখোমুখি সবাই
দৈব সাহায্যের আশা আজ ক্ষীণ
এখনতো ধর্ম প্রতিষ্ঠার সেই আদি যুগ নয়
মুসার লাঠি আর নুহের কিস্তি প্রত্যাশা অবান্তর
ঈশ্বর পাশা খেলেন তাঁরই নিয়মে, বিজ্ঞানের যুক্তিতে
স্বর্গ ও নরকতো প্রস্তুত সৃষ্টিরও আগে
এখন কেবল যাত্রা নিজ নিজ অনন্ত অধিবাসে
আমাদের কৃতকর্মের ফর্দ ধরে হবে তার বরাদ্দ  
স্রষ্টা ক্ষমাশীল, তবুও তিনি করবেন পূণ্যের তালাশ
অজ্ঞাতে কখনো যদি করে ফেলি মহৎ কোন কাজ
হতাশার আঁধার গলে জ্বলতে পারে মুক্তির ইঙ্গিত
হে মানুষ, চারপাশে তাকাও
খুঁজে ফেরো পূণ্যাত্মা, তাঁদের অনুসরণ করো
তাঁদেরই উছিলায় ঈশ্বর বিলাতে পারেন ক্ষমা।


পৃথিবী পেরিয়ে এসেছে কতো যুগ
ধ্বংস হয়েছে ডাইনোসর, টিকে গেছে তেলাপোকা
এবারও হয়তো টিকে যাবে তারা
কেননা তারা জানে অব্যর্থ অভিযোজনসূত্র
নির্লোভ, মিতব্যয়ী, কৃচ্ছ্রসাধনে অনন্য একটি প্রজাতি
এখনও সময় আছে-
তার কাছে শিখে নাও জীবনের গুপ্তমন্ত্র।


২০-৫-২০২০। বিকাল ৪-৪৭। সেনওয়ালিয়া