ভালোবাসা বারোমাসি ফুল যুগল ইচ্ছায় ফোটে
ঋতু ভেদে এর তারতম্য আছে ঠিক
তবে অনুভবের নেই কোনো সীমাবদ্ধতা
বসন্ত দিনে রঙের উৎসবে উচ্ছল প্রণয়
গ্রীষ্মের রাতে স্বেদাপ্লুত নৈকট্য
বর্ষায় বৃষ্টিস্নাত গোপন অভিসার
শরতে কাশের বনে জড়াজড়ি খুনসুটি
হেমন্তে সবুজ গালিচায় গড়াগড়ি প্রেমভাষ
শীতের নিবিড় ঘনিষ্ঠতায় মিথোজীবি উষ্ণতা যাপন
সেইতো একই পরিণতি হৃদমিলনে, গল্প-গানে
তাই সময়ের দোহাই দিও না প্রিয়
যৌবনের চাওয়াগুলো মেটাও পরম আহ্লাদে।


আজ দক্ষিণা বায়ে মেঘের ঘনঘটা
দিগন্তে হঠাৎ ঝড়ের পূর্বাভাস
আসন্ন বৈশাখে শুরু হোক প্রণয়ের উৎসব
গীতিনৃত্যকৃত্যে মিলন হোক নান্দনিক
আমাদের দেখে প্রাণিত হোক অযুত যুগল।


ভালোবাসা কখনোই গোপন করার নয়
এ যে সম্মিলনের পবিত্র সূত্র
কালবৈশাখী ঝাপটায় ভেঙ্গে যাক সঙ্কোচ
জড়তা বিলোপী প্রণয়ে জেগে উঠুক সকলে
ফুল্লহৃদয়ের কলরব পৌঁছে যাক চারণকবির কানে।


২-৪-২০২১। বিকাল ৪-৫৯। সেনওয়ালিয়া