ঘনঘন হুঙ্কার দিয়ে মুষলধারে নামে বৃষ্টি
অলক্ষ্যে আমি তাতে পেতে দেই মুখ
ভিজে গেলে নেত্রপল্লব, মুছে যায় অশ্রুরেখা
আমি এক মুখচোরা, একলা করি দুঃখ যাপন
বেদনা ভাগ করে নেবে, তেমনতো কেউ নেই
দুঃখী ভেবে কেউ করবে করুণা, তাও চাই না
পৃথিবীর কোণায় কোণায় কতো চাপা ক্রন্দন!
তেমন কোনো ক্রন্দশীকে পেলে বাড়াতাম হাত
বর্ষায় ভেজা প্রকৃতিতে হতো যৌথঅভিসার
মেঘকালোঅাঁধারে পথ দেখাতো বিজলিচমক
অশ্রান্ত বিলাপে আকাশটা ঢেলে দিতো বর্ষণসঙ্গীত
হৃদয় কিছুটা হালকা হলে ফুটাতাম রংধনুহাসি
গভীর নীলরঙা ভালোবাসায় দিতাম অগস্ত্য ডুব
প্রণয়ের বসন্তপ্রহরে ফেরার থাকতো না তাড়না।


৬-৬-২০২০। সন্ধ্যা ৭-৫৩। সেনওয়ালিয়া