কবিতার নাম :- অপেক্ষা
লেখক:- আমিরুল ইসলাম
****************************
চাঁদের গায়ে কলঙ্ক আছে অনেকেই কয়
কোথায় তো জায়না দেখা তার জোছনায়
রাতের অন্ধকারে ঝিঁঝি পোকার ডাক
দূর মাঠে শোনা যায় শিয়ালের হাক


বসে আছে পথ চেয়ে বাচ্চা পাখি গৃহে
দলে দলে মা পাখিরা আহার নিয়ে ফিরিছে তাদের নীড়ে
শিকারি তো মা পাখিরে তাক করে আছে তার তীরে


মা পাখি আর আসবেনা ফিরে
শিকারি যে দিয়েছে তাকে মেরে
মায়ের অপেক্ষাই থেকে ঘুমোয় হয়ে ক্লান্ত
আসবে পাখি কী করে গৃহে ; নেইকো যে সে জ্যান্ত ।।
     -আমিরুল ইসলাম