শেষবার যখন প্রিয় বন্ধু করতোয়ার সাথে দেখা,
সে খুব মনমরা, হয়তো শীতকাল তাই।
ব্রিজের উপর থেকে জিজ্ঞেস করলাম,
"তুমি কি আমায় স্মরণে রাখবে?
নাকি শুধুই পুন্ড্র নগরের ইতিহাস বয়ে বেড়াবে।"
হয়তো অহংকার অথবা অভিমান থেকে সে কোন উত্তর দিল না।
আবার হয়তো যেদিন ফিরে যাব,
আমি জানি, সেদিন তুমি খুশির অশ্রুতে টুইটুম্বুর থাকবে।
তোমার স্রোতের সাথে উড়ে আসা বাতাস আমায় আলিঙ্গন করবে,
হয়তো জিজ্ঞেস করবে, "একসময়ের নিয়মিত বন্ধু তুমি এসেছো ফিরে?"
আমি কিছু বলবো না, কারণ আমাকে চলে যেতে হবে অচিরে।
হয়তো তুমি ভাববে, আর পাঁচজন মৌসুমের কবির ন্যায়
আমিও তোমার যৌবনকে উপভোগ করতে এসেছিলাম,
কিন্তু বিশ্বাস কর মাঘের সেই মনমরা মুখটি উপভোগ করতেই তোমার নিকট আমি জন্মেছিলাম।