আমার পিচ্চি পাগলী
বড় আদুরে – বুঝেও বুঝেনা
বাস্তবতা মানেনা – পড়াশোনা করেনা
ঠিকমত ঘুমোয় না, খায়না।
আমার পিচ্চি পাগলী।
তাকে কিচ্ছু দিতে পারিনি -
না বাড়িগাড়ী, না টাকা পয়শা,
না সময়, না ভালোবাসা,
তবুওে ছাড়েনিকো আশা।
আমাপ পিচ্চি পাগলী।
ভাবখানা যেন পণ্ডিত মশাই
সবই বোঝে
কিন্তু যা বোঝার তাই বোছেনা
তাইতো কাঁদে সকাল দুপুর সাঁঝে।
আমাপ পিচ্চি পাগলী।
একটা যেন গোলক ধাধা
মনের ভেতরেই রেখে দেয় কথা
কষ্ট পায় অযথা।