তোমার পাড়ায় ভিক্ষা করি
                 খুশি দু একটা টাকায়
নিজের ছ-গুন ওজন টানি
                 হাওয়া না থাক চাকায়
চায়ের কাপে আঙুল ঘষে  
               করি দিনের শুরু
আমার আবার স্বপ্ন দেখে
               কি লাভ হবে গুরু
কয়লা খাদান করে কালো
                 ইটে ঝুঁকে কাঁধ
“শিশু শ্রমিক”-এর নিন্দা করো
                 বৃথা সব নাদ
পকেট কাটায় মাহির আমি
               করতেও পারি চুরি
হোক সে খারাপ কি করি তাও
               ভরতেই হবে ভুঁড়ি
গাঁজার টানে স্বর্গে যাই
            চরস দেয় সুখ
কি করি বাবু কেউ বলে না
          ওসব বাজে, “রুখ”
স্কুলে যাব?উপায় কি?
           ওদের তো টাই- স্যুট
আমার জামার বোতামই নেই
           পায়ে ছেঁড়া বুট


খাবার আনতে পকেট কাটি
              ভরাই চোখের জল
সেখানেই রাত কাটাই যেখানে
               তোমরা ফেল মল
সুস্থ পরিবেশ আমরাও চাই
              যদি কেউ বাড়ায় হাত
কাপড় খাবার পেলেই মোরা
              সব ছেড়ে দেব সাথ ।।