আমি চাই তুই কিছুক্ষন থাক ওই নদীর ঘাটটায় বসে
বসে তারা গুনব আমি আর তুই
ঢিল ছুঁড়বো বহমান জলে


চিকচিক করা বালিতে লিখবো তোর আমার নাম
থাকবি তো?


মৃদু বাতাসে হালকা ঠান্ডাও লাগবে
ক্ষতি কি আমায় আলিঙ্গন করলে?
জলের বুদবুদ গুলোও হেসে উঠবে আমাদের দেখে
বাতাসটাও ইচ্ছে মতো ছুঁয়ে যাবে আমাদের
ছুঁতে দিবি তো?


না থাকুক নেশার কোনো জিনিস
তোর চুলের গন্ধটাই যথেষ্ট আমায় মাতাল করার জন্য
ঠোঁট দুটো চায় ছুঁয়ে দিতে তোর কপাল
যতই লাল হোক লজ্জায় গাল
মাতাল করবি তো?


সন্ধ্যার ধ্রুবতারা আমাদের দেখে আরো উজ্জ্বল হাসি হাসবে
চাঁদ তার নীলিমার শোভা বিতরণ করবে
কালপুরুষ বন্ধ করবে তার তরবারি
সপ্তর্ষির ধমকে


ভুলে জাসনা আবার কথা দিয়ে
বাঁধবো ঘর সেই বিকেলে দেখা স্বপ্নটার মতো
যার প্রথম ইটটা তুই গেঁথেছিলি
তাকে ইমারত দুজন মিলেই বানাবো


বানাবি তো?