ঘড়িতে তখন ২ টো ৪৭
বিছানার পাশের লাল সুপ্রিম এর চেয়ার টায় আমি বসে ,একা
হাতে ৩ বছর আগে কেনা রঙ ওঠা ফোন টা
জুকেরবারগ এর সৃষ্টির ব্যাবহার থুড়ি সৎ ব্যাবহার করছি


বাইরের আকাশে ধ্রুবতারা টা উত্তরেই কেন আছে তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই
ওদিকে ২ মাস আগে পাওয়া পথের দিশা তে ধুলো জমেছে বোধহয়
সৎ ব্যাবহারের সঙ্গিনী কে আমি চিনি
হয়ত কোন মায়া জালে বদ্ধ হয়েছি দুজনে
একসাথে চলার কথা, বাঁচার কথা, আরও কত কি?


ঘোর কাটল ঘরে সাথির ঠেলায়
“ওই সংকেত , ৭ টা বাজে, উঠবিনা? ক্লাস আছে তো”
চোখ মেলে দেখলাম রাতের সাথিও নেই,ধ্রুবতারাও নেই,
আছে শুধু লাল সুপ্রিম এর চেয়ার টা আর ঘড়ির টিক টিক টিক টিক