ও সমাজ,
ভুলেছো কি তুমি করতে করাঘাত?
কোথায় তোমার ন্যায়?
কোথায় বা দমনের ইচ্ছা?


তুমিও কি চোখে কালো কাপড় বেঁধে কোর্ট রুমের ওই দাঁড়িপাল্লাওয়ালা উলঙ্গ মানুষটা হয়ে গেছো?


দেখতে পাচ্ছ না সামাজিকতার নামে আরশোলার নাচা?


অবশ্য ঠিকই, দুজনেতো কলোনিয়াল জীব
মানুষ হয়তো কর্ডাটা আর ওরা মেরুদন্ডহীন


সত্যি কি মানুষের মেরুদন্ডটা সোজা?
মনে হয়না আছে বলে, যাসব কাজ করে বেড়ায়


কুসংস্কারটা নাইবা বললাম
দু লক্ষ 1 টাকার জন্য নিজের বউএর গায়ে কেরোসিন ঢালে যে
সে আর যেই হোক প্রকৃতির সেরা সৃষ্টি হতে পারেনা


ফুটপাথে শুয়ে থাকা অর্ধউলঙ্গ বাচ্চাটার গায়ে যে কলার খোসা ফেলে সে কি সত্যি মানের হুশের অধিকারী?


বিচার কোথায়?


ও বাবুমশাই, ওয়েলে নেমে প্রতিবাদ করেই ক্ষান্ত থাকলে কি চলবে?
পারলে বেরিয়ে দেখুন আপনি ছাড়া সবাই কাঁদছে


সমাজের রক্ষাকর্তা হিসেবে দায় কি আপনার উপর বর্তায় না?