রিক্ত আমার হস্তে আজ,রক্ত মেখে খেলবো হোলি
লোহিত রক্তে রাংবো ভুবন, হয়তো হোক অসুর বলি
অসুর গুলো খড়গ ফেলে নিয়েছে দেবতার সাজ
ওরে ও নবীন ছেলে, তোদের কি আর নাই কোনও কাজ?


কাজ বলতে অকাজ ভরা
সময় নষ্ট, লক্ষ্মী ছাড়া
লক্ষ্মী তো আজ ঘুমের দলে
স্বপ্ন দেখে কৌতূহলে


স্বপ্ন ভাঙায় ঘুম ভাঙা ভোর
ধন শঙ্কট গুনছে প্রহর
লক্ষ্মী প্রেমী যত গুণী জন
গুছিয়ে নেন আখের আপন


গোছাতে গিয়ে খুব সামলে
খাড়ার আঘাত এই নামলে
আঘাত ভাঙে দেওয়াল গুলো
নোটের গদি আবার শুল


শুতে গিয়ে আবার ভয় হয়
নবীনরা যদি পায় প্রশ্রয় !


আসছে নবীন, বাঁচছে নবীন, সঙ্গে নিয়ে বজ্র নিনাদ
কান্দছে অসুর, হাসছে মানুষ, এই তো শুরু গোনা প্রমাদ...