নিজেকে নিজের কাছে তলিয়ে নিয়েছি অনেক দিন আগেই
বার বার ডুবু ডুবু হয়েও পাঁচটা আঙুল ভেসে উঠেছে অবলম্বনের আশায়
পেয়েওছি
কিন্তু আর কত দিন?
আর কত দিন এই আধ খাওয়া শরীর টাকে বয়ে নিয়ে যাবে অন্য কেউ?
সে না হয় আমার বাবা,মা বা আমার স্বামী


সেদিন আমি রাস্তায় নেমেছিলাম
আমারই এক সহপাঠীর বুকের মাংস খুবলে খাওয়ার প্রতিবাদে
কিছু দিন পর নিজে পড়েছিলাম অন্ধকার ফুটপাথ তায়
ছেঁড়া সাদা শালোয়ার টা পরে
সতীচ্ছদের রক্তে মাখামাখি


যীশু এর সামনে জ্বলছে হাজারো মোমবাতি
কিন্তু গলন্ত গরম মোম যেন পেটে নিয়েছিলাম আমি


নিজের কাছে নিজেই বোঝা এখন
নিজের শরীর টাকে রাতের খাওয়ারের হোম ডেলিভারি তে পরিনত করি নি
শুধুমাত্র নিজের জোরে


না আমি মরব না
আমি মরলে আবার হেরে যাবে টুম্পা,সুজেটের প্রতিবাদ
ভয়ের কাছে ফের চাপা পড়বে নির্ভয়ার গলা ফাটা চিৎকার


আমি বাঁচবো
অ্যাসিড এর ভয় বুকে নিয়ে না


ঐ নররাক্ষস গুলোর গলা সমুদ্রের নিচে ডুবিয়ে নিয়ে যাব বলে
গভীরে আরও গভীরে- অতলান্তের খোঁজে