স্যার একটু দেখবেন? আমার কবিতা খানা


এখন কি সময় দেখার? এসব বেহায়াপনা
অনেক ব্যস্ত এখন আমি, পরে এস খন
বেশি আনো না, এক-দুটোই অনেক, দেখবো তখন


আছা তবে সময় টা যদি জানতে পারি আমি


বলতে পারবোনা কখন খেলে ফিরবো rummy
পরশু একবার খোঁজ নিয়ো তবে বিকেল তিনটে দশ
দেখবো লেখায় ছন্দ কতো, কতই বা আছে রস


শুকনো মুখে ফিরলো কবি নিয়ে কবিতার খাতা
মাটির ভাঁড়ে চায়ের সাথে চেবায় প্রকাশকের মাথা
আশা করে গেছিলো আজকে হবে কবিতা প্রকাশ
হলোনা কিছুই ছন্দ কিছু মন থেকে হলো নিকাশ


দুদিন পরে আবার হাজির পরে নীল সাদা পাঞ্জাবি
এই দেখি যদি হাতে পাই প্রকাশ তালার চাবি
হুঁকোর টানে ব্যস্ত বাবু চোখটি মেলে চান
কবিতার নাম শুনেই আবার বড্ডো ক্ষেপে যান


গৃহিণীর সাথে রাগের আমেজ কবির উপর পড়ে
কবিতা না দেখেই হুকুম হলো 'ফেলে দে তো ধরে”


এবার সালা খিস্তি খাবে ওই বেটার ছেলে
আমার লেখা না দেখেই দূরে ঠেললো ফেলে?


রবি দাদুর সময় যদি থাকতো পাবলিশার
চুরিটাতো দূরের কথা, নোবেল আসতো না আর


নুতুন কবি লিখুক ভালো, তাতে কি যায় আসে
মুছওয়ালা পাবলিশারের কাছেই কবিতা গুলো ফাঁসে।।