সেদিনের থেকে অনেক টা বদলে গেছে সময়
নামহীন বাঁচতে গিয়ে রুপকথা কে ভুলে যাওয়া
দুধের জায়গায় মদ খেয়েই সবাই ভালো ছেলেমেয়ে হওয়ার দৌড়ে সামিল
ক্লাব এর নাটক প্রাকটিস এর মঞ্চটার জায়গায় ক্যারাম আর তাসের ঠেক
হাতে গনগনে আগুন ছাড়া কি স্ট্যাটাস দেখানো সম্ভভ না?
স্কুল বা কলেজের থেকে বার আর পাব এ বেশি ভিড় হয়
Fashion transition টা তো জলভাত এখন
একবার দেখে বলা মুশকিল ছেলে না মেয়ে
১৮ তম জন্মদিনে বাবার দেওয়া বাইকে পেঙ্গুইন এর ১০০ এর উড়ান
ভুলে যায় তার ডানা গুলো ভগবান ওড়ার জন্য দেন নি , পদযুগল ই ভরসা
কে বলেছে A.T.M Card এ শুধুই টাকা তোলা যায় ?
ব্রাউন সুগার টাকে এপাশ ওপাশ মিলিয়ে সুখের টান দিতেও তো কাজে লাগে
এখনকার ছেলে যেন “নিকোটিনের ধোঁওয়ায় কালো ফুসফুসীয় ধমনি-
হাতে বিয়ারের ক্যান আর পেছনের সীটে ঝিঙ্কু মামনি”
গান গেয়ে বা কবিতা লিখে প্রেমিকা খোঁজাটা “হাই” তোলাতেই সম্পন্ন হয়ে যায়
মেয়েরাও তো “কানে হেডফোন , চোখে কালা চশমা ঠোঁটে জ্বলন্ত সিগারেট-
বড় দের কে প্রনাম করতে গেলেই হয়ে যায় মাথা হেঁট”” ।
কিছু দিন পর ফর্মে দেশের ঘর টায় India লিখবে কিনা মনে সন্দেহ হবে
মাকড়শার জালে ফাঁসা মশার মতই পাশ্চাত্য সংস্কৃতি গ্রাস করছে এদের
বাসের নীচে চলে যাক , আর খাদেই পরে যাক , “আমাদের সেলফি চাই”
রাজপুত্র দের “Hi” থেকে “ সোনা” বানাতে এদের জুড়ি মেলা ভার
কি যেন বলে ?, ঠিক ““ Zero figure” এর হাড় কাঁপানো নিমিত্ত
রোজ সকালে উঠে মনোহরি দোকানে ময়দা কেনার লাইন
মাখতে হবে তো ? নয়তো কেউ দেখবে ওদের দিকে?
প্রাকৃতিক সৌন্দর্য টা চাপা পরেছে বিউটি প্রোডাক্টের তলায়
একসাথে রাত কাটানোর জন্য এখনো সিঁদুরের গাঢ় রঙ টা প্রয়োজন হয় কি ????